তারল্য ফাঁদ কি? বিস্তারিত!
মোঃ মিরাজ হাওলাদার:
তারল্য ফাঁদ ধারনাটি J.M Keynes প্রণয়ন করেন। তার মতে, অর্থের তিন ধরনের চাহিদা আছে। লেনদেনজনিত চাহিদা, সতর্কতাজনিত চাহিদা ও ফটকা চাহিদা।
লেনদেন ও সতর্কতাজনিত চাহিদা আয়ের উপর সরাসরি নির্ভর করে। অন্যদিকে ফটকা চাহিদা সুদের হারের উপর বিপরীতভাবে নির্ভরশীল। সুুদের হার কমলে ফটকা চাহিদা বাড়ে, আবার সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে।
উল্লেখ্য, সাধারণতঃ সুদের হার কমে গেলে মানুষ অর্থ ব্যাংকে জমা না করে ঋণপত্র/শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে। যাকে আমরা ফটকা কারবার বলে থাকি।
সুদের হার হ্রাস পেলে ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা বাড়ে। তবে সুদের হার হ্রাস পেতে পেতে একটা পর্যায় থেমে যায়। যার পর সুদের হার আর হ্রাস পায় না। একে বলে সর্বনিম্ন সুদের হার। এই সুদের হারে ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা অসীম।
সুতরাং ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা রেখার অসীম স্থিতিস্থাপকতা সম্পন্ন অংশটুকু হলো Liquidity trap বা তারল্য ফাঁদ।
চিত্রের সাহায্যে-
চিত্রের ভূমি অক্ষে অর্থের চাহিদা এবং লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে।
I সুদের হারে অর্থের ফটকা চাহিদা m । সুদের হার হ্রাস পেয়ে i¹ হলে অর্থের ফটকা চাহিদা হবে m¹ । এবং i² সুদের হার সর্বনিম্ন হওয়ায় অর্থের চাহিদা একেবারে নেমে m² হয়। যা পরপর a, b ও c বিন্দুতে ছেদ করে। i² সর্বনিম্ন সুদের হার। এরপর যেকোন সুদের হারে অর্থের চাহিদা অসীম হবে। যা c এর পরবর্তী (লাল দাগ চিহ্নিত) অংশ। আর এ অংশটুকুই হলো তারল্য ফাঁদ।
তারল্য ফাঁদ ধারনাটি J.M Keynes প্রণয়ন করেন। তার মতে, অর্থের তিন ধরনের চাহিদা আছে। লেনদেনজনিত চাহিদা, সতর্কতাজনিত চাহিদা ও ফটকা চাহিদা।
লেনদেন ও সতর্কতাজনিত চাহিদা আয়ের উপর সরাসরি নির্ভর করে। অন্যদিকে ফটকা চাহিদা সুদের হারের উপর বিপরীতভাবে নির্ভরশীল। সুুদের হার কমলে ফটকা চাহিদা বাড়ে, আবার সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে।
উল্লেখ্য, সাধারণতঃ সুদের হার কমে গেলে মানুষ অর্থ ব্যাংকে জমা না করে ঋণপত্র/শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে। যাকে আমরা ফটকা কারবার বলে থাকি।
সুদের হার হ্রাস পেলে ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা বাড়ে। তবে সুদের হার হ্রাস পেতে পেতে একটা পর্যায় থেমে যায়। যার পর সুদের হার আর হ্রাস পায় না। একে বলে সর্বনিম্ন সুদের হার। এই সুদের হারে ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা অসীম।
সুতরাং ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা রেখার অসীম স্থিতিস্থাপকতা সম্পন্ন অংশটুকু হলো Liquidity trap বা তারল্য ফাঁদ।
চিত্রের সাহায্যে-
চিত্রের ভূমি অক্ষে অর্থের চাহিদা এবং লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে।
I সুদের হারে অর্থের ফটকা চাহিদা m । সুদের হার হ্রাস পেয়ে i¹ হলে অর্থের ফটকা চাহিদা হবে m¹ । এবং i² সুদের হার সর্বনিম্ন হওয়ায় অর্থের চাহিদা একেবারে নেমে m² হয়। যা পরপর a, b ও c বিন্দুতে ছেদ করে। i² সর্বনিম্ন সুদের হার। এরপর যেকোন সুদের হারে অর্থের চাহিদা অসীম হবে। যা c এর পরবর্তী (লাল দাগ চিহ্নিত) অংশ। আর এ অংশটুকুই হলো তারল্য ফাঁদ।
খুব ভালো লেখাটা
ReplyDeleteএরকম লেখা আরো দিতে পারি তার জন্য দোয়া প্রার্থী
Deleteঅনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে অল্প ভাষায় লিখাটি উপস্থাপন করার জন্য।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে অল্প ভাষায় লিখাটি উপস্থাপন করার জন্য।
ReplyDeleteআপনাকেও অভিনন্দন
ReplyDeletetnx bro
ReplyDelete