IS-LM রেখা বিশ্লেষণ
মিরাজ ও মাহমুদ:
শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের IS রেখা ও LM রেখা সম্পর্কে জানাবো ইনশা আল্লাহ।
IS রেখা
IS রেখা দ্রব্য বাজারের ভারসাম্য আলোচনা করে। যেখানে I=Investment এবং S=Savings সুতরাং যে রেখার বিভিন্ন বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে সুদের হার এবং ভারসাম্য জাতীয় আয়ের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয় তাকে IS রেখা বলে।
ইহা J.R. Hicks ও Mr. Keynes প্রদান করেন। সুদের হারের সাথে জাতীয় আয়ের বিপরীত সম্পর্ক হওয়ায় IS রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী অর্থাৎ ঋনাত্মক ঢাল বিশিষ্ট।
চিত্রের ব্যাখা: চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয় ও লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে। সুদের হার r হলে জাতীয় আয় হবে y যা a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। সুদের হার হ্রাস পেয়ে r¹ হলে জাতীয় আয় বৃদ্ধি পেয়ে y¹ হয় যা b বিন্দু দ্বারা দেখানো হয়েছে।
এখন, a ও b বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় উহা হলো IS রেখা।
বি:দ্র: সুদের হার বাড়লে জাতীয় আয় কমবে। কারণ IS রেখা পণ্য/ দ্রব্য বাজারের সাথে সম্পর্কিত। যার ফলে সুদের হার বাড়লে মানুষ টাকা ব্যাংকে জমা রাখবে। ফলে পণ্য বাজারে লেনদেন কমে যাবে। যার দ্বারা জাতীয় আয় কমে যাবে। এটি বিপরীতভাবেও সত্য।
LM রেখা
LM রেখা সাধারণতঃ অর্থ বাজারের ভারসাম্য আলোচনা করে। যেখানে L=Liquidity Preference of money এবং M=Supply of money.
সুতরাং অর্থ বাজারের ভারসাম্য যে রেখার বিভিন্ন বিন্দুতে, সুদের হার ও জাতীয় আয় এর সম্পর্ক নির্দেিশত হয় তাকে LM রেখা বলে। ইহা J.R Hicks প্রদান করেন।
এই রেখায় অর্থের চাহিদা ও যোগান সমান হয়। এই রেখায় সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্ক ধনাত্মক। অর্থাৎ সুদের হার বাড়লে জাতীয় আয় বাড়ে। অন্যদিকে সুদের হার কমলে জাতীয় আয় কমে।
চিত্রের ব্যাখ্যা:
চিত্রের ভূমি ও লম্ব অক্ষে যথাক্রমে জাতীয় আয় ও সুদের হার দেখানো হয়েয়ে। প্রাথমিক ভারসাম্য বিন্দু a যেখানে জাতীয় আয় y ও সুদের হার i । সুদের হার বেড়ে i¹ হলে জাতীয় আয় বেড়ে y¹ হয়। যা b বিন্দু দ্বারা দেখানো হয়েছে।
এখন a ও b বিন্দু যোগ করে বাম হতে ডান দিকে উর্ধ্বগামী যে রেখা পাওয়া যায় তা হলো LM রেখা।
শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের IS রেখা ও LM রেখা সম্পর্কে জানাবো ইনশা আল্লাহ।
IS রেখা
IS রেখা দ্রব্য বাজারের ভারসাম্য আলোচনা করে। যেখানে I=Investment এবং S=Savings সুতরাং যে রেখার বিভিন্ন বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে সুদের হার এবং ভারসাম্য জাতীয় আয়ের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয় তাকে IS রেখা বলে।
ইহা J.R. Hicks ও Mr. Keynes প্রদান করেন। সুদের হারের সাথে জাতীয় আয়ের বিপরীত সম্পর্ক হওয়ায় IS রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী অর্থাৎ ঋনাত্মক ঢাল বিশিষ্ট।
চিত্রের ব্যাখা: চিত্রের ভূমি অক্ষে জাতীয় আয় ও লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে। সুদের হার r হলে জাতীয় আয় হবে y যা a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। সুদের হার হ্রাস পেয়ে r¹ হলে জাতীয় আয় বৃদ্ধি পেয়ে y¹ হয় যা b বিন্দু দ্বারা দেখানো হয়েছে।
এখন, a ও b বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় উহা হলো IS রেখা।
বি:দ্র: সুদের হার বাড়লে জাতীয় আয় কমবে। কারণ IS রেখা পণ্য/ দ্রব্য বাজারের সাথে সম্পর্কিত। যার ফলে সুদের হার বাড়লে মানুষ টাকা ব্যাংকে জমা রাখবে। ফলে পণ্য বাজারে লেনদেন কমে যাবে। যার দ্বারা জাতীয় আয় কমে যাবে। এটি বিপরীতভাবেও সত্য।
LM রেখা
LM রেখা সাধারণতঃ অর্থ বাজারের ভারসাম্য আলোচনা করে। যেখানে L=Liquidity Preference of money এবং M=Supply of money.
সুতরাং অর্থ বাজারের ভারসাম্য যে রেখার বিভিন্ন বিন্দুতে, সুদের হার ও জাতীয় আয় এর সম্পর্ক নির্দেিশত হয় তাকে LM রেখা বলে। ইহা J.R Hicks প্রদান করেন।
এই রেখায় অর্থের চাহিদা ও যোগান সমান হয়। এই রেখায় সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্ক ধনাত্মক। অর্থাৎ সুদের হার বাড়লে জাতীয় আয় বাড়ে। অন্যদিকে সুদের হার কমলে জাতীয় আয় কমে।
![]() |
চিত্র: LM রেখা |
চিত্রের ব্যাখ্যা:
চিত্রের ভূমি ও লম্ব অক্ষে যথাক্রমে জাতীয় আয় ও সুদের হার দেখানো হয়েয়ে। প্রাথমিক ভারসাম্য বিন্দু a যেখানে জাতীয় আয় y ও সুদের হার i । সুদের হার বেড়ে i¹ হলে জাতীয় আয় বেড়ে y¹ হয়। যা b বিন্দু দ্বারা দেখানো হয়েছে।
এখন a ও b বিন্দু যোগ করে বাম হতে ডান দিকে উর্ধ্বগামী যে রেখা পাওয়া যায় তা হলো LM রেখা।
No comments