Header Ads

"Some trade is better than no trade" -স্যামুয়েলসনের এ উক্তির ব্যাখ্যা


মাহমুদ ও মিরাজ:
বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো বা সংরক্ষিত বাণিজ্যের চেয়ে অবাধ বাণিজ্য ভালো। অর্থনীতিবিদ Paul Samuelson  তাঁর The gains from trade নামক নিবন্ধে এ সংক্রান্ত মন্তব্য করেন। তিনি ১৯৩৯ সালে এ নিবন্ধ প্রকাশ করেন।

স্যামুয়েলসন সংরক্ষিত বাণিজ্যের চেয়ে অবাধ বাণিজ্য ভালো বলে মন্তব্য করেন। এ তত্ত্বানুসারে বাণিজ্যের দ্বারা সমাজের সম্পদ এমনভাবে ব্যবহৃত হবে, যাতে ভোগ সম্ভাবনা সীমানা প্রসারিত হবে এবং সমাজের মোট কল্যান বাড়বে।
এর পাশাপাশি সংরক্ষিত বাণিজ্যের চেয়ে অবাধ বাণিজ্যের অধীনে একটি দেশ অধিক লাভবান হবে বলে মনে করেন।
চিত্রের ব্যাখ্যা চিত্রের ভূমি অক্ষে আমদানি দ্রব্য কাপড় এবং লম্ব অক্ষে রপ্তানি দ্রব্য পাট দেখানো হয়েছে। AA' হলো বিবেচ্য দেশের বাণিজ্যপূর্ব উৎপাদন সম্ভাবনা রেখা।

(বাকি অংশ অাপডেট হচ্ছে) 

1 comment:

  1. দয়া করে দ্রুত লিখবেন।

    ReplyDelete

Powered by Blogger.