'নগর পিন্ডভবন' সেটা আবার কি?
ইমরোজ মাহমুদ:
নগর প্রসারনের একটি ফল হলো নগর পিন্ড (Agglomeration)। কোন কোন স্থলে দুটি নিকটবর্তী নগর এভাবে একই হারে কলেবর বৃদ্ধির জন্য সম্প্রসারিত হতে হতে এক সময় পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নগরপিন্ড সৃষ্টি করে। এ অবস্থায় উভয় নগরীর নির্দিষ্ট সীমানা পৃথকভাবে চিহ্নিত করা যায় না। এ ধরনের দৃষ্টান্তকে পিন্ডভবন বা নগরপিন্ড বলে
নগরপিন্ডের উজ্জল দৃষ্টান্ত হলো লন্ডন কারণ লন্ডন নগরী উৎপত্তির প্রথম দিকে ব্যবসায়ীদের ও নৃপতিদের বাসস্থান ও কর্মস্থান হিসেবে গড়ে উঠেছিল।
যেসব নগর প্রসারণকে নগরপিন্ড বলা হয় তাদের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো
১.পরস্পরের সীমানা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং পিন্ডভূত নগরীর বেশ কিছু লোক যে স্থানে বসবাস করে সে স্থান থেকে অন্যত্র কর্মোদ্দেশ্যে যাতায়াত করে থাকে।
২.পিন্ডভূত নগরী নগর প্রশাসনিক বিচারে একটি অখন্ড নগর হিসেবে বিবেচিত।

No comments