ইন্টারভিউর প্রস্ত্ততি যতটা
![]() |
| ইন্টার্ভিউ বোর্ডে নিজেকে চটপটে রাখুন |
ইমরোজ মাহমুদ: ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কম কথা বলুন। পেপারস গছিয়ে নিন আগে থেকেই
★পোশাক: ইন্টারভিউর পোশাকটা আপনি কোন ধরনের চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন তার উপর নির্ভর করে, তাই সেভাবে নিজেকে প্রস্ত্তত রাখুন। তবে মার্জিত পোশাক হওয়া বাঞ্ছনীয়।★প্রস্ত্ততি: চাকরির ইন্টারভিউর জন্য যে কারিকুলাম ভিটে (সিভি) জমা দিয়েছিলেন তার দু'একটা ফটোকপি কাছে রাখুন। পাসপোর্ট এবং স্টাম্প সাইজের ছবি সাথে রাখুন। সাথে স্টাপলারও রাখতে পারেন। নিজেকে পেশাদারি প্রমাণ করাতে চাইলে সাথে কাগজপত্র খোলা ব্যাগপ্যাকে না রেখে ফাইল কিংবা পোর্টফলিও তে রাখুন।
★মানসিকতা: আপনার ডাক আসার আরও কয়েকঘন্টা বাকি, চাইলে বাইরে থেকে ঘুরে আসতে পারেন। লাঞ্চ টাইম এসে গেলে হালকা লাঞ্চ সেরে নিতে পারেন। তবে ভুলেও ভুরিভোজ করবেন না। কোন রকম কাল্পনিক চিন্তাভাবনায় ডুববেন না এতে মানসিক প্রভাব পড়তে পারে।
★অঙ্গভঙ্গি: আলোচনা চলাকালীন নিজেকে আত্মপ্রত্যয়ী রাখুন। ইন্টারভিউর কথা উঠলেই হাত-পা সিটিয়ে যায়। কিন্তু না, নিজেকে শক্ত রাখুন।
ইন্টারভিউ কোন ভীতি নয় এ কথা মনে রাখলে যেকোন ইন্টারভিউ মোকাবেলা করা আপনার জন্য সহজতর হবে।

No comments