এঞ্জেল রেখা কি? বিস্তারিত
ইমরোজ মাহমুদ:
ভোক্তার আয় এবং কোন পণ্যের চাহিদার পরিমাণের সম্পর্ক নির্দেশক রেখাকে বলে এঞ্জেল রেখা বা Engel Curve। এঞ্জেল রেখাকে আবার আয় চাহিদা রেখাও বলে।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে শুধুমাত্র ভোক্তার আয়ের পরিবর্তন হলে কোন নির্দিষ্ট পণ্যের প্রতি ভোক্তার চাহিদার পরিমাণের (বা ক্রয়ের পরিমাণের) পরিবর্তন হয়। যে রেখার বিভিন্ন বিন্দুতে ভোক্তার বিভিন্ন আয়ের সাথে পণ্যের চাহিদার পরিমাণের সম্পর্ক নির্দেশিত হয় তাই হচ্ছে এঞ্জেল রেখা।
No comments