Header Ads

'জেব্রা ক্রসিং' যেভাবে এলো


ইমরোজ মাহমুদ:
বন্ধুরা জেব্রা ক্রসিংয়ের কথা নিশ্চয় শুনেছ। দেখেছও বটে। আর না দেখে থাকলে বলছি, এটা হলো রাস্তার উপর এক ধরনের রেখা যার উপর দিয়ে পথচারি পারাপার হয়। তাহলে এর নাম জেব্রা ক্রসিং হলো কেন? সেটা পরে বলছি।
জেব্রা ক্রসিংয়ের বিস্তারিত জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়টার দিকে (দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৩৯-১৯৪৫ পর্যন্ত)। এসময় যুক্তরাজ্যে গাড়িঘোড়ার সংখ্যা প্রচন্ড গতিতে বেড়ে চলছিল। তখন পথচারীরা রাস্তা পারাপারে বেশ সমস্যার মধ্যে পড়ে যায়। তাই এমন একটি পদ্ধতি খোজা হচ্ছিল যাতে নিরাপদে রাস্তা পারাপার হওয়া যায়।
১৯৪৮ সালের ঘটনা। যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি নিরাপদে রাস্তা পারাপার নিয়ে নানা গবেষণা করে। এ সময় ব্রিটিশ এমপি জেমস ক্যালাঘান কাজের অগ্রগতি পরীক্ষা করতে যান এবং সাদা কালো ডোরাকাটা দেখে তার চোখ আটকে যায়। এবং সেই দাগগুলো জেমস জেব্রার গায়ের দাগের সাথে তুলনা করেন। সেই থেকে এর নাম দেয়া হয় জেব্রা ক্রসিং।

1 comment:

Powered by Blogger.