Header Ads

অনলাইন থেকে মাসে ১০-১২ হাজার টাকা আয় করুন অনায়াসেই

ইমরোজ মাহমুদ:
আমরা সবাই শুনে থাকি অনলাইন থেকে আয় করা সম্ভব এবং অনেকে মাসে ১৫-২০ হাজার টাকা অনায়াসেই আয় করছে। কিন্তু প্রশ্ন হলো তারা কিভাবে করে বা আমরাই বা কিভাবে আয় করব???
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। বন্ধুরা, আজ আমি অনলাইন থেকে আয়ের তিনটি উপায় বলব-

  1. ইউটিউবে ভিডিও আপলোড থেকে।
  2. ব্লগ বা আপনার জানা কোন বিষয় ইন্টারনেটে লিখে প্রকাশ করে।
  3. পে পার ক্লিক' এর মাধ্যমে।
এখন বিস্তারিত বলি, 1.ইউটিউব মার্কেটিং বর্তমানে বেশ কঠিন হয়ে দাড়িয়েছে। আগে বিশেষ করে ২০১৭ সালের এপ্রিলের আগেও সহজ ছিল। কিছু ভালো কপিরাইট মুক্ত কন্টেন্ট থাকলেই  Google adsense এর এ্যাড পাওয়া যেত। আর তা থেকেই আসত Revenue বা আয়। কিন্তু বর্তমানে সেটা বেশ একটু কঠিন। যাই হোক কি করতে হয় এডসেন্স পেতে তা পরে আরেকদিন বলব।
2. আপনি চাইলেই ব্লগে পোস্ট করে আয় করতে পারেন। বর্তমানে বিনামূল্যে ব্লগ করা খুব সহজ।
3. পে পার ক্লিক হলো কিছু লিংকে ক্লিক করা। আর কিছুক্ষণ ভিউ করা। এধরনের সফটওয়্যার Google play store এ পাওয়া যায়। এখান থেকে সফটওয়্যার গুলো নামিয়ে নিতে পারবেন। এভাবে আপনারা অনলাইনের আয় করতে পারেন।

     এটি আমার প্রথম টেক টিউন যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

2 comments:

Powered by Blogger.