ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
ইমরোজ মাহমুদ:
প্রবক্তা: ১৮৯০ সালে আলফ্রেড মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রণয়ন করেন।
মূল বক্তব্য: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে তার প্রন্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়।
অনুমিত শর্ত:
১। একটি নির্দিষ্ট সময় বিবেচ্য।
২। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়।
৩। ভোক্তার উদ্দেশ্য উপযোগ সর্বোচ্চকরণ।
৪। ভোক্তার রুচি, অভ্যাস ও আয় অপরিবর্তিত।
৫। পরিমাণগত উপযোগ প্রযোজ্য।
৬। অর্থের প্রান্তিক উপযোগ স্থির।
তত্ত্বের ব্যাখ্যা:
ভোক্তার অভাব অসীম। তবে একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম। একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায় কিন্তু তার মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। অবশ্য ভোগের একটি পর্যায়ে মোট উপযোগও হ্রাস পায়। নিম্নে একটি সূচির মাধ্যমে বিধিটি ব্যাখ্যা করা হলো-
উপরের সূচি হতে লক্ষ করা যায় যে, দ্রব্য ভোগের একক বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। চতুর্থ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে শূন্যে নেমে আসে। ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। উল্লেখ্য, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেলেও মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। প্রান্তিক উপযোগ যখন শূন্য মোট উপযোগ তখন সর্বোচ্চ ৬ ইউটিল। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগও হ্রাস পায়।
চিত্রের সাহায্যে ব্যাখ্যা:
চিত্রের ভূমি অক্ষে দ্রব্য ভোগের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত। MU রেখা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। চিত্রে A বিন্দুতে ১ একক দ্রব্য ভোগ হতে ভোক্তা ৩ ইউটিল উপযোগ পায়। B বিন্দুতে ২য় একক দ্রব্য হতে ভোক্তা ২ ইউটিল উপযোগ পায়। C বিন্দুতে ৩য় এককের প্রান্তিক উপযোগ ১ ইউটিল। D বিন্দুতে ৪র্থ একক দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে শূন্য হয়।
ভোক্তা ৫ম একক দ্রব্য ভোগ করলে E বিন্দুতে তার প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে -১ ইউটিল হয়। এভাবে A, B, C, D ও E বিন্দু অতিক্রমকারী MU রেখা হতে দেখা যায় যে, ভোক্তা একটি দ্রব্যের ভোগ ক্রমান্বয়ে বাড়াতে থাকলে তার প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়।
প্রবক্তা: ১৮৯০ সালে আলফ্রেড মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রণয়ন করেন।
মূল বক্তব্য: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে তার প্রন্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়।
অনুমিত শর্ত:
১। একটি নির্দিষ্ট সময় বিবেচ্য।
২। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়।
৩। ভোক্তার উদ্দেশ্য উপযোগ সর্বোচ্চকরণ।
৪। ভোক্তার রুচি, অভ্যাস ও আয় অপরিবর্তিত।
৫। পরিমাণগত উপযোগ প্রযোজ্য।
৬। অর্থের প্রান্তিক উপযোগ স্থির।
তত্ত্বের ব্যাখ্যা:
ভোক্তার অভাব অসীম। তবে একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম। একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায় কিন্তু তার মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। অবশ্য ভোগের একটি পর্যায়ে মোট উপযোগও হ্রাস পায়। নিম্নে একটি সূচির মাধ্যমে বিধিটি ব্যাখ্যা করা হলো-
উপরের সূচি হতে লক্ষ করা যায় যে, দ্রব্য ভোগের একক বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। চতুর্থ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে শূন্যে নেমে আসে। ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। উল্লেখ্য, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেলেও মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। প্রান্তিক উপযোগ যখন শূন্য মোট উপযোগ তখন সর্বোচ্চ ৬ ইউটিল। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগও হ্রাস পায়।
চিত্রের সাহায্যে ব্যাখ্যা:
চিত্রের ভূমি অক্ষে দ্রব্য ভোগের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত। MU রেখা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। চিত্রে A বিন্দুতে ১ একক দ্রব্য ভোগ হতে ভোক্তা ৩ ইউটিল উপযোগ পায়। B বিন্দুতে ২য় একক দ্রব্য হতে ভোক্তা ২ ইউটিল উপযোগ পায়। C বিন্দুতে ৩য় এককের প্রান্তিক উপযোগ ১ ইউটিল। D বিন্দুতে ৪র্থ একক দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে শূন্য হয়।
ভোক্তা ৫ম একক দ্রব্য ভোগ করলে E বিন্দুতে তার প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে -১ ইউটিল হয়। এভাবে A, B, C, D ও E বিন্দু অতিক্রমকারী MU রেখা হতে দেখা যায় যে, ভোক্তা একটি দ্রব্যের ভোগ ক্রমান্বয়ে বাড়াতে থাকলে তার প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়।
No comments