Header Ads

এক ছিল রাজা | ছোট গল্প

অন্তরা উর্মি: আজ আমি তোমাদের নিকট একটি ছোট্ট গল্প বলব। যা আমি ছোটবেলায় আমার বড় আপুর কাছ থেকে প্রায়ই শুনতাম। তাহলো-
"এক দেশে ছিল এক রাজা, সে খেত পাঁদ (বায়ু) ভাজা। একদিন রাজা পাদ ভাজা খেতে গিয়ে দেখল পাঁদ ভাজা নেই! সাথে সাথে রানিকে তলব করল। রানি, চালে গুজে রাখা পাঁদ ভাজা কই?
রানি: গরুতে খেয়ে ফেলসে
রাজা: এ গরু! খাইলে কেন?
গরু: তোমার রাখাল ঘাস দেয় না কেন?
রাজা: এ রাখাল ঘাস দিসনা কেন?
রাখাল: তোমার বউ ভাত দেয় না কেন?
রাজা: ও রানি! ভাত দাওনা কেন?
রানি: তোমার মেয়ে কান্না করে কেন?
রাজা: ও রাজকন্যা! কান্না কর কেন?
রাজকন্যা: পিপড়া কামড়ায় কেন?
রাজা: ও পিপড়া! কামড়াও কেন?
পিপড়া: সূর্য ওঠে না কেন?
     রাজা সূর্য ওঠার জন্য প্রার্থনা করে, সূর্য ওঠে। সব ঠিক হয়ে যায়।" এগল্পটা আপু বলত যখন তার ঝুলিতে অন্য গল্পগুলো শেষ হয়ে যেত।
আপুর বলা অন্যান্য গল্পগুলো পরবর্তীতে আরেক দিন বলব।

No comments

Powered by Blogger.